ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা ও সংসদ সদস্য ফারুক গুরুতর অসুস্থ||খুলনার খবর২৪
ফাইল ছবি |
পারিবারিকভাবে জানা গেছে,গত সোমবার রাতে ফারুকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ মুহূর্তে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। কারও সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ।বেশ কিছু দিন ধরেই ঠান্ডা-জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। করোনা উপসর্গ নিয়ে গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ফারুক। ২৬ আগস্ট অনেকটা সুস্থ হয়ে বাসায় ফেরেন। এর চার দিনের পরেই একই রকম অসুস্থতা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হতে হলো ৭২ বছর বয়সী এই অভিনেতাকে । কয়েক দফায় করোনা পরীক্ষা করা হলে তার ফলাফল নেগেটিভ আসে।দেশবাসির কাছে পরিবার থেকে দোয়া কামনা করেছেন।
No comments
please do not enter any spam link in the comment box.