গতকাল সুন্দরবন থেকে ১৭-১৮ বছর বয়সের একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ।
খুলনার খবর ২৪ঃসুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার।সুন্দরবনে একটি মেয়ে বাঘের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকা থেকে মৃত বাঘটি উদ্ধার করে বনবিভাগ।
বুধবার দুপুরে রেঞ্জ অফিসে বাঘটির ময়নাতদন্ত করা হয়েছে। বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বনভিাগ ও প্রাণী চিকিৎসকরা। বাঘটির দৈর্ঘ্য লেজসহ প্রায় ৮ ফুট এবং উচ্চতা আড়াই ফুট।গত (মঙ্গলবার) কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল বারীর নেতৃত্বে বন রক্ষীদের একটি দল বনে নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় ছাপড়াখালী বনের মধ্যে বাঘটি শোয়া অবস্থায় দেখতে পান। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর নড়াচড়া না করায় তাদের সন্দেহ হয়। কাছে গিয়ে দেখতে পান বাঘটি মৃত অবস্থায় পড়ে আছে। পরে রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বাঘটি উদ্ধার করে বুধবার সকালে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
বাঘটির বয়স আনুমানিক ১৭-১৮ বছর। স্বাভাবিকভাবে একটি বাঘ এরকমই বয়স পেয়ে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু।
No comments
please do not enter any spam link in the comment box.
No comments
please do not enter any spam link in the comment box.