Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    কোস্টগার্ডের অভিযানে ৪০ লাখ পিছ চিংড়ি পোনা আটক

    খুলনায় কোস্টগার্ডের অভিযানে ৪০ লাখ পিস চিংড়ি পোনা আটক।
    খুলনার খবরঃখুলনার রূপসা সেতু সংলগ্ন এলাকায় শনিবার ভোর রাতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৪০ লাখ পিস চিংড়ির পোনা আটক করেছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনে রূপসা বিসিজি স্টেশন এই অভিযান পরিচালনা করে। আটককৃত চিংড়িপোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

    কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট আল মামুদ সংবাদি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক চিংড়ির পোনাগুলো রূপসা উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধির উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানান, ১৬ আগস্ট দিনগত রাত ২টার দিকে কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের বিসিজি স্টেশন দাকোপের নলিয়ানের একটি টহল দল দাকোপ থানার কলাবগি খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে হরিণের ১টি চামড়া উদ্ধার করে।

    উদ্ধারকৃত হরিণের চামড়া কালাবগি ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad