Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সাতক্ষীরার সব রুটে বাস চলাচল বন্ধ||খুলনার খবর ২৪

    ছবি সংগৃহিত
    সাতক্ষীরায় বাস শ্রমিককে মারপিটে আহত করায় সাতক্ষীরার সকল রুটের বাস চলাচল বন্ধ।
    খুলনার খবর ২৪||সাতক্ষীরায় বাস শ্রমিকদের মারপিট করে আহত করার প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বাস শ্রমিক সংগঠনগুলো। এর সাথে একাত্বতা প্রকাশ করেছেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

     তবে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা হঠাৎ সিদ্ধান্তের কারনে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে১০ টা থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

    জেলা বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা নামকস্থানে সোমবার (সাতক্ষীরা-ব-৩৩৯) বাসের কন্ট্রাকটর লিটন হোসেনকে তুচ্ছ ঘটনায় মারপিট করে আহত করে স্থানীয় কয়েকজন যুবক।গতকাল মঙ্গলবার একই স্থানে (সাতক্ষীরা-ব-৩২৭৬) নং গাড়ির কন্ট্রাকটর আসাদকে ব্যাপক মারপিট করে ওই যুবকরা। তাদেরকে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

     সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষকে ডেকে সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান হবে বলে জানান তিনি।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad