মেহেরপুর পুলিশের মহৎ উদ্যোগ,বিনামুল্যে হেলমেট প্রদান||খুলনার খবর ২৪
ছবিঃসংগৃহিত |
জীবন বাঁচাতে হেলমেট ব্যবহার করুন।পুলিশ সুপার এস,এম,মুরাদ।
খুলনার খবর ২৪||মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেছেন নিজের জীবন বাঁচাতে হেলমেট ব্যবহার করুন।
গতকাল সোমবার সকালে শহরের কলেজ মোড়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলী সড়ক দূর্ঘটনা প্রতিরোধে মোটর সাইকেল চালকদের মাঝে বিনা মূল্যে হেলমেট বিবরন কালে এ কথা বলেন।
এসময় সদর থানার ওসি শাহ দারা, ডিআইও ওয়ান ফারুক হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, ডিবির ওসি রবিউল ইসলাম, একরামুল জুলফিকার আলী, আরআই আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।এই সময় ২০জনকে বিনামুল্যে হেলমেট প্রদান করেন।খবর (মেহেরপুর নিউজ)
No comments
please do not enter any spam link in the comment box.