Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় ১৫ আগস্ট শহীদদের নিয়ে এই ব্যতিক্রমী দেয়ালচিত্র -খুলনার খবর

    খুলনার খবর// খুলনায় বঙ্গবন্ধু পরিবার নিয়ে ব্যতিক্রমী দেয়ালচিত্র তৈরি করা হয়েছে।নগরীর শিববাড়ি মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের পূর্বপাশে রেলওয়ের দেয়ালে এ চিত্র আঁকা হয়েছে।১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা মহানগর যুবলীগের উদ্যোগে এসব দেয়ালচিত্র করা হয়েছে।

    এই দেওয়াল চিত্রে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের বড় আকৃতির ছবি ও পরিচয় তুলে ধরা হয়েছে।অপর অংশে তুলে ধরা হয়েছে ১৯৫২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন প্রতিকৃতি। খুলনার মানুষের নজর কাড়ছে ব্যতিক্রমী এ দেয়ালচিত্র।


    দেয়াল চিত্রে বঙ্গবন্ধুসহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শহীদ শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং তাদের সহধর্মীনীদের ছবিও এখানে শোভা পাচ্ছে।

    মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল সুজন বলেন, ‘খুলনা মহানগর যুবলীগের দায়িত্বগ্রহণের পর থেকে চেষ্টা করেছি জাতীয় কর্মসূচিগুলোতে কিছুটা ভিন্নতা আনার। খুলনা বিভিন্ন স্থানে যত্রতত্র প্যানা দেওয়ার কারণে পরিবেশ নষ্ট হয়।তাই দেয়াল লিখন বা দেয়ালকে সুন্দরভাবে গুছিয়ে আনা এটা আমাদের নতুন উদ্যোগ। সেই ধারাবাহিকতায় এটা করা হয়েছে।১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলেই শহীদ হন। এছাড়া আরও অনেকেই মারা গিয়েছিল। খুলনায় বসবাস করতেন বঙ্গবন্ধুর সহোদর শেখ আবু নাসেরও ওইদিন শহীদ হয়েছিলেন। আমরা চেষ্টা করেছি এই দেয়াল লিখনের মধ্যদিয়ে প্রত্যেকটা শহীদকেই যেন আমরা স্মরণ করতে পারি।

    তরুণ প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করার জন্য দেয়াল লিখনের আয়োজন করা হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad