Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বিধিনিষেধ শেষ নগরীতে মানুষের উপচে পড়া ভিড় -খুলনার খবর

    খুলনার খবর// কঠোর বিধিনিষেধ শেষ আজ বুধবার ১১ আগস্ট খুলনা নগরীতে সাধারণ মানুষ, ব্যক্তিগত গাড়ি ও ব্যাটারী চালিত যানবহনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।সব দোকানের উঠিয়ে চলছে রমরমা বাণিজ্য।সকাল থেকেই বাসসহ সকল যানবাহনে ভরপুর মহানগরী।


    উল্লেখ্য এ বছরের এপ্রিল মাসের শুরুতে সংক্রমণের মাত্রা বেড়ে যায়। খুলনসহ সারাদেশকে লকডাউনের আওতায় আনা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় একের পর এক বিধিনিষেধ। গৃহবন্দি হতে থাকে মানুষ। বন্ধ হতে থাকে ব্যবসা প্রতিষ্ঠান। কাজের অভাবে আয় রোজগার না থাকায় কষ্ট বাড়তে থাকে খেটে খাওয়া মানুষের।


    গত কয়েকদিনের বিধিনিষেধ আরোপ করার ফলে সংক্রমণের মাত্রা কিছুটা কমে গেছে। সকল বিষয় পর্যালোচনা করে সরকারের পক্ষ থেকে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়, যা আজ বুধবার (১১ আগস্ট) থেকে কার্যকর হবে। খোলা হবে সকল ব্যবসা প্রতিষ্ঠান, যথারীতি চলবে গণ পরিবহনসহ সকল যানবাহন।

    তবে গতকাল মঙ্গলবার সকাল থেকে নগরীতে যন্ত্রচালিত যানবাহন ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। বেলা বাড়ার সাথে সাথে তাদের সমাগমও দেখা যায়। অনেকেরই মুখে মাস্ক দেখা যায়নি। ছিলনা কোন সামাজিক দূরত্ব।


    ভ্রাম্যমান ফল বিক্রেতা জানান, গত বছরের লকডাউন থেকে এ পর্যন্ত বিভিন্ন এনজিও থেকে লোন নিয়েছি। এখনও সে টাকা পরিশোধ করতে পারেনি।রাস্তায় পুলিশের দৌড়ানি খেয়েছে। কখন আবার পুলিশ আসে সে আতঙ্কে আছি।

    রিক্সাচালক জানান, ৪ জন নিয়ে তার সংসার। লকডাউনের কারণে ভালোভাবে রিক্সা চালাতে পারিনি। মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে দিন চলেছে।আশা করি আজ থেকে সংকট কেটে যাবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad