পাইকগাছায় নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ আটক ৯ জুয়াড়ী
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি// পাইকগাছায় জুয়ার আসরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী'র অভিযানে নগদ টাকা,জুয়ার সরঞ্জামসহ ৯ জুয়াড়ী আটক হয়েছে।
থানা পুলিশ জানায়, উপজেলার শিববাটী ব্রীজের পাশে জনৈক পিন্টুর চায়ের দোকানে জুয়ার আসর বসেছে এমন সংবাদের প্রেক্ষিতে শুক্রবার (৬ আগস্ট) রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এর নেতৃত্বে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, পাইকগাছা পৌরসভার শিববাটীর সাত্তার গাজীর ছেলে বাদশা গাজী (২৭), আমের আলী সরদারের ছেলে রাশেদ সরদার (২৫), মোঃ আমজেদ মোল্লার ছেলে মোঃ সোহেল মোল্লা (২৭), খোকন সরদারের ছেলে মাহাবুব সরদার (৪০), মোঃ ওজিয়ার রহমানের ছেলে মোঃ গোলাম রসুল (২৫), মোঃ জবেদ আলী বিশ্বাসের ছেলে মোঃ আব্দুস সাত্তার (৩৮), মোঃ দীন আলী সরদারের ছেলে মোঃ বাবু সরদার (২৫), মুজিবর গাজীর ছেলে মোঃ আজহারুল ইসলাম (২৭) ও কফিল উদ্দীন মোড়লের ছেলে মোঃ কামরুল ইসলাম (৪৫)।
আটককৃতদের জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ পরবর্তী আইনি পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফি বলেন, ধৃতদের জুয়া আইনে থানায় মামলা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.