বটিয়াঘাটায় ২১ বুথে গন-টিকা কার্যক্রম শুরু
মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা খুলনা,// মহামারী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় গন টিকা কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার ৭ আগষ্ট বটিয়াঘাটা উপজেলার সাত ইউনিয়নে ২১ বুথে সকাল ৯ হতে বিকাল ৩ টা পর্যন্ত রেজিষ্ট্রেশনকৃত ২৫ বছরের উর্ধে নারী পুরুষকে করোনার (ভেরোসেল) ভ্যাক্সিন প্রদান করা হয়।
প্রতিটি ইউনিয়ন কেন্দ্রে ৩৫০ জনকে টিকা প্রদান করা হয়। টিকা কার্যক্রম পরিদর্শন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সাদিকুর রহমান খান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকাতা ডাঃ মিজানুর রহমান,ওসি মোঃ শাহ জালাল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, আশিকুজ্জামান আশিক, হাদি উজ্জামান হাদী, জিএম মিলন,বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর, অমলেন্দু বিশ্বাস, সহ সম্পাদক শাহীন বিশ্বাস, সোহরাব হোসেন মুন্সি, সুরখালী ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান, ওয়ার্ড আ'লীগ সভাপতি সরদার জাকির হোসেন, বারোআড়িয়া বাজার কমিটির সভাপতি মিলন মল্লিক, সুরখালী ইউপি সচিব ধিমান মল্লিক, মেম্বার বিএম মাসুদ রানা, কালাম হাওলাদার প্রমুখ।
এসময় বটিয়াঘাটা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা প্রতিটা বুথ পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে বয়োবৃদ্ধ পুরুষ ও মহিলাদের তিনি নিজেই টিকা প্রদান করেন। এসময় তিনি প্রতিটা কেন্দ্রে টিকা নিতে আশা মানুষের উদ্দেশ্য হ্যান্ড মাইক দ্বারা ভ্যাকসিন সংক্রান্ত বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, আজ টিকা না পেলে হতাশ হবেন না ১৪ তারিখ থেকে চাহিদা মোতাবেক টিকা দেওয়া হবে প্রয়োজন বোধে আমার অনেক স্বাস্থ্য কর্মি আছে তারা বাড়িতে বাড়িতে গিয়েও টিকা দিয়ে আসবে। উল্লেখ্য প্রতিটা কেন্দ্রে ১৭ জন স্বাস্থ্য কর্মি, চৌকিদার, দফাদার এমনকি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগিতা করে চলছে।
No comments
please do not enter any spam link in the comment box.