পাইকগাছায় শিশু সন্তানকে নিয়ে প্রেমের টানে পালিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকা আটক
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি : - পাইকগাছার রাড়ুলী ইউপির অরাজি ভবানিপুর থেকে গত ৩০ শে জুলাই শুক্রবার রাত আনুমানিক ৮ দিকে দশ মাসের দুদ্ধ শিশু সিয়াম কে নিয়ে তার মা মমতাজ বেগম ( ময়না ২৫) প্রেমের টানে একই গ্রামের খোকন সানার পুত্র মোঃ মাসুম সানার ( ১৮) হাত ধরে রাতের আধারে পালিয়ে যায়।
এব্যাপারে একই গ্রামের পিতা আহম্মদ সানার পুত্র এবং শিশু সিয়ামের বাবা মিঠুন সানা ( ৩২) থানায় সাধারন ডায়েরি করেন যার নং ১৫৪২।
রবিবার বিকেলে রাড়ুলী পুলিশ ক্যাম্পের চৌকস অফিসার এ, এস, আই গোলাম রসুল সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন ইউনিয়নের আরাজি ভবানীপুর কবির মাষ্টারের বাড়ি পাশে কাশেম শেখ পিতা হোসেন শেখের বাড়িতে অভিযান চালিয়ে শিশু সিয়াম, মা ময়না ও অভিযুক্ত মাসুম কে আটক করে রাড়ুলী ক্যাম্প পুলিশ।
পরবর্তীতে জিজ্ঞোসাবাদে সন্তোষ জনক কোন উত্তর দিতে না পারায় অবৈধ ভাবে এক সাথে থাকার কারণে ৫৪ ধারায় প্রেমিক মাসুমকে আটক করা হয়েছে। ময়না ও তার শিশু পুত্রকে স্বামী,বাবা, মা ও প্রেমিকের পরিবারের কেউ জিম্মা না নেয়াই। বৈধ জিম্মাদারের নিকট প্রদান বা নিরাপদ হেফাজতে রাখার জন্য ভিকটিমদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান রাড়ুলী ক্যাম্পের টু আইসি এএসআই গোলাম রসুল। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফি জানান, মিঠুন সানা থানায় জিডি করার পর অভিযুক্ত মাসুমকে ৫৪ ধারায় আটক দেখিয়ে ও ভিকটিমদ্বয়দের কোন জিম্মাদার না পাওয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.