বটিয়াঘাটা উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮জন-খুলনার খবর
মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা,খুলনা// বটিয়াঘাটা থানাধীন জলমা ইউনিয়নস্থ শান্তিনগর-তেতুলতলা গ্রামে তেতুলতলা বাঁধ নামক স্থানে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
অনুসন্ধানে জানা যায়, ড্রেজার মেশিনের পাইপ বসানোকে কেন্দ্র করে ০৮/০৮/২১ তাং সকাল আনুমানিক ৯ টার সময় ১ম পক্ষ মোঃ ইমদাদুল হাওলাদার এর সাথে ২য় পক্ষ মাহবুব ও মন্টুর সাথে তর্ক বিতর্ক হয়। উক্ত বিষয় নিয়ে ঐ দিন রাত আনুমানিক ৯ টার দিকে মিমাংশায় বসাকালীন উভয় পক্ষের মধ্যে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় ২টি গ্রুপ মারামারি করে।
১ম পক্ষে ১) মোঃ ইমদাদুল হাওলাদার(২৭), ২) এনামুল হাওলাদার ( ৩৫), উভয় পিতাঃ মৃত-আঃ ছমেদ হাওলাদার,সহ আরও কয়েক জন সর্ব সাং- তেতুলতলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা।৩)হাবিব সরদার পিতা রেজাউল সরদার সাং সান্তিনগর,থানা বটিয়াঘাটা জেলা খুলনা।
২য় পক্ষ ১) কাউয়ুম হাওলাদার (৩৫), পিতা- তানজেল হাওলাদার, ২) মাহবুব(২৭),পিতা-রাহাত আলী, ৩) জাকির (৩০),পিতা-মৃত শাহাজাহান , ৪) আবুল কাশেম মন্টু (৫৫), পিতা-মৃত জজ আলী, সহ আরো দশ বারো জন সর্ব সাং-তেতুলতলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা।
উভয়ই দেশীয় অস্ত্র-শস্ত্র সহকারে মারামারি করে। এতে উভয় পক্ষের সবাই কম বেশি সবাই আহত হয়। উভয় পক্ষের মোট ০৮ জন খুমেক হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে মোঃ এনামুল হাওলাদার(৩৫)ও ইমদাদুল হাওলাদর উভয় পিতাঃআঃ ছমেদ হাওলাদার, সাং-তেতুলতলা,থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা বেশি জখমপ্রাপ্ত হয়েছে।
এদের মধ্যে হাতে ও পিঠে গভীর কোপের দাগ রয়েছে।জানা যায় উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে।অনুসন্ধানে আরো জানা যায় উভয় পক্ষই দুর্ধর্ষ।
থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।প্রশাসনের নজরদারি অব্যাহত রাখা আছে।
No comments
please do not enter any spam link in the comment box.