আগামিকাল বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়-খুলনার খবর
খুলনার খবর// খুলনা মহানগরীর বেশ কিছু এলাকায় আগামীকাল শুক্রবার (১৩ আগস্ট)সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আসন্ন ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের সকল কর্মসূচীস্থলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে তিনটি ১১ কেভি ফিডারের গাছের ডাল-পালা কর্তনের জন্যে সাটডাউনের শিডিউল ঘোষণা করেছে ওজোপাডিকো লিঃ খুলনার বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
ওজোপাডিকো লি: খুলনার বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো
আগামিকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ১১ কেভি টুটপাড়া ফিডারের নতুন বাজার কেডিএ এভিনিউ, রয়্যাল চত্তর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিরবাড়ীর খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মওলা বাড়ীর মোড় ও তৎসংলগ্ন আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নতুন বাজার ফিডারের আওতাধীন দেবেন বাবু রোড, ফরাজী পাড়া, কে আলী রোড, আলিয়া মাদ্রাসা, টুটপাড়া কবরখানার মোড় ও বাবু খান রোড, মিয়াপাড়া, কেএমপি সদর দপ্তরের আশপাশ এলাকায় বন্ধ থাকবে।
এছাড়া বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত বাগমারা ফিডারের ইকবাল নগর, পুরাতন সন্ধ্যা বাজার, রায়পাড়া, মুসলমান পাড়া, সফেদাতলা মোড়, গফফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রপাড়া, সোনামনি স্কুল ও তৎসংলগ্ন আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
No comments
please do not enter any spam link in the comment box.