কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু- খুলনার খবর
খুলনার খবর// কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে আজ বুধবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এই ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল।বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।
ডাঃ আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৮৮ জন করোনা আক্রান্ত রোগী ও ৩৯ জন উপসর্গ নিয়ে মোট ২২৭ জন ভর্তি রয়েছে।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬.৭৬% শতাংশ। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছে ৫৮৩ জন।
No comments
please do not enter any spam link in the comment box.