যশোরের বড় বাজারে পান হাট ব্যবসায়ীদের ওপর হামলা-খুলনার খবর
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোরে পান হাটের ম্যানেজার ও তিনজন পান ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে একইসাথে পান বহনকারী পিকআপ ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় আহত পান ব্যবসায়ী আসাদুল বাদী হয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ বাজারের পানি বহনকারী টনির সাথে এক পান ব্যবসায়ীর গোলোযোগ হয়। ওইসময় টনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ব্যবসায়ীদের। পরে বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীরা এসে টনিকে চলে যেতে বলে। এতে করে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে টনি।
কিছু সময় পর টনি ৩০-৪০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। চৌগাছা উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে পান ব্যবসায়ী আসাদুলআদায়কারী পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের আব্দুল গনির ছেলে ফারুক হোসেন ব্যবসায়ী বাবলা ও ম্যানেজার শাকিলকে ছুরিকাঘাত করে।
এসময় তারা দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান ভাঙচুর ও চাকায় ছুরিকাঘাত করে। আক্রান্তদের চিৎকারে অন্য ব্যবসায়ীরা এগিয়ে এলে দুর্বৃত্ততা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্যবসায়ীরা জানান,নিকারিপাড়ার টনির ডাকে শহরের খালধার রোড এলাকার অপু ওরফে গলাকাটা অপু একই এলাকার সাদ্দাম,সাগর,তামিম, নুরুসহ অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা এসে এ তান্ডব চালায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযোগ তদন্তে সদর ফাঁড়ি পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে দোষীদের বিরদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
No comments
please do not enter any spam link in the comment box.