যশোর পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক), কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পুলিশ লাইন্সে যশোর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক), আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক), সভানেত্রী মিসেস জিশান মির্জা।এরপর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক), প্রধান উপদেষ্টা ও মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), মহোদয়।
"মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি"
একই সাথে মাননীয় আইজিপি মহোদয় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশকে সবুজতর করার আহবান করেন।
উক্ত কর্মসূচির অংশ হিসাবে যশোর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক), আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ লাইন্সে বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস সানজিদা আহমদ এমি, সদস্য পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর, মিসেস মাছুমা আক্তার,সদস্য পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর, মিসেস খাদিজা ইসলাম সোনিয়া,সদস্য পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর, মিসেস জাকিয়া শারমিন লিজা,সদস্য পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর, মিসেস হাছিনা পারভিন মুক্তি,সদস্য পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর সহ যশোর পুনাক সদস্যবৃন্দ ও জেলা পুলিশ যশোরের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
No comments
please do not enter any spam link in the comment box.