যশোর গোয়েন্দা শাখার পুলিশের অভিযানে ৪টি মটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক
মোঃ জসীমউদ্দীন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ৪ টি মোটরসাইকেল ও চেসিস, ইঞ্জিন নাম্বার পরিবর্তনের সরঞ্জামসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেন (ডিবি) পুলিশের সদস্যরা আটককৃতরা হলেন, (১) আল-আমিন হোসেন (২৭), পিতাঃ নজরুল ইসলাম (২) তোহিদুল ইসলাম (২৮),) পিতা আমির হোসেন উভয়সং কাজীরবেড থানা শার্শা (৩) নাজিম উদ্দিন (৩৩), পিতা আব্দুস সাত্তার গ্রাম করিম আলী থানা ঝিকরগাছা জেলা যশোর।
যশোর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, (পিপিএম) আমাদের এ প্রতিনিধিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা শার্শা থানাধীন নাভারণ সাতক্ষীরা মোড়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা চেসিস, ইঞ্জিন নাম্বার পরিবর্তনের পাঞ্চিং করছেন, এমন ঘটনার বিষয়ে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে অবহিত করলে মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে এসআই শামীম হোসেনের, নেতৃত্বে এসআই সোহানুর রহমান মোল্লা, এএসআই রঞ্জন সরকারের সমন্বয়ে একটা চৌকস টিম গতকাল ১১ আগস্ট বুধবার সন্ধ্যা ৬ টার দিকে শার্শা থানাধীন নাভারণ সাতক্ষীরা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন, মটরসাইকেলের চেসিস, ইঞ্জিন, নাম্বার পরিবর্তনের মাষ্টার আল আমিন, ও তার সহযোগী নাজিম উদ্দিনকে, ৩টি মটরসাইকেল ও চেসিস, ইঞ্জিন নাম্বার পরিবর্তনের পাঞ্চিং সরঞ্জামসহ তাদেরকে হাতে-নাতে আটক করেন। আটককৃত আসামিদের স্বীকারোক্তি ও তথ্য মতে রাত ৮ টা ৩০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল ফিলিং ষ্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মোটরসাইকেল চোর চক্রের আরেক সদস্য তোহিদুল ইসলামকে ১টি চোরাই সন্ধিগ্ধ মটরসাইকেলসহ হাতে-নাতে আটক করা হয়। মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ব্যবসা করে আসছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মটরসাইকেল চুরি মামলা তদন্তাধীন ও বিচারাধীন আছে।
উদ্ধারকৃত আলামতঃ
(১) ১টি লাল রংয়ের এ্যাপাচি আরটিআর ১৬০ ফোরভি মটরসাইকেল,
(২) ১টি কালো রংয়ের ফেজার ১৫০ সিসি মটরসাইকেল,
(৩) ১টি ফিরোজা রংয়ের এফ জেডএস ভার্সন-২ মটর সাইকেল,
(৪) কালো রংয়ের ডিসকভার ১২৫ সিসি মটরসাইকেল
(৫) চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তন করার পাঞ্চিং সরঞ্জাম।এসআই শামীম হোসেন বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করে নিয়মিত মামলা রুজু হয়।
No comments
please do not enter any spam link in the comment box.