বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬০ তম জন্মবার্ষিকীতে উপজেলা পরিষদ ও বিভিন্ন সংগঠনের পুষ্পমাল্য অর্পণ
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি :খুলনা জেলার পাইকগাছা উপজেলা রাড়ুলী গ্রামস্থ পিসি রায়ের বাড়িতে সোমবার সকালে স্যার আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় এর জন্মস্থানে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাড়ুলী ইউনিয়ন আওয়ামীলীগ, পিসি রায় সাহিত্য পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাৎ হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যাক্ষ আবুল কালাম আজাদ, তোকারাম হোসেন টুকু, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, পাইকগাছা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাবেক অধ্যাক্ষ হরেকৃষ্ণ দাশ, প্রভাষক ময়নুল ইসলাম, আকরামুল ইসলাম, হাসানুজ্জামান, রায়হান পারভেজ রনি প্রমুখ।
উল্লেখ্য ১৮৬১ সালের ০২ আগষ্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামে পিতা হরিশচন্দ্র রায় ও মাতা ভুবনমোহিনী দেবী কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন পিসি রায়। তিনি একাধারে বিজ্ঞানী, সমাজ সমস্কারক, শিক্ষাবিদ, গবেষক, শিক্ষানুরাগী, দানবির, সমবায়ী, এবং বাগেরহাট পিসি কলেজ সহ নামে বেনামে বহু শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা বিজ্ঞানের গবেষনার জন্য কোলকাতায় বেঙ্গল কেমিকেল সহ গ্রাম উপজেলা ও শহরে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সহ নানাবিধ প্রতিষ্ঠান গড়েতুলেছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.