খুলনায় দরিদ্র কর্মহীন ছয়শত পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ
খুলনার খবর// আজ মঙ্গলবার (৩ আগষ্ট) বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার পরিচালনায় আল কারীম অক্সিজেন সেবা খুলনার উদ্যোগে অসহায় হতদরিদ্র কর্মহীন ছয় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধারাবাহিক লকডাউনের কারণে দেশের নিন্মবিত্তের ও দরিদ্র পরিবার সমূহের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে, এসকল মানুষেরা কর্মহীন হয়ে মানবাতর জীবনযাপন করছে, আয়ের কোনো ব্যবস্থ নেই এবং কোনো ধরনের সহযোগিতাও তারা পাচ্ছে না, তাদের পাশে খাদ্য সহযোগিতা নিয়ে ইসলামী আন্দোলন খুলনা মহানগর এগিয়ে এসেছেন, সরকারের উচিত ছিল সাধারণ মানুষের খাবারের ব্যবস্থা করে লকডাউন দেওয়া, দেড় বছর হতে চলেছে করোনা মহামারীর পরিস্থিতি কিন্তু সরকার এখনো অসুস্থদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সেবা ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি বরং চিকিৎসা খাতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও আল কারীম অক্সিজেন সেবা খুলনার পরিচালক আলহাজ্ব মুফতী আমানুল্লাহ'র সভাপতিত্বে এবং নগর সেক্রেটারী, আল-কারীম অক্সিজেন সেবার খুলনার সমন্বয়কারী শেখ মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দীন, মুফতী ইমরান হুসাইন, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, গাজী ফেরদাউস সুমন, মাওলানা আব্বাস আমীন, মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী শেখ আমীরুল ইসলাম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব আমজাদ হোসেন, হাফেজ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, শেখ হাসান ওবায়দুল করীম, মাওলানা হাফিজুর রহমান, আবুল কাশেম, মোঃ ইমরান হোসেন মিয়া, মঈনুল ইসলাম, ইব্রাহিম ইসলাম আবীর, মোমিন ইসলাম নাসিব, ইঞ্জিনিয়ার হায়দার আলী, সৈকত, হোসাইন আহমদ, নুর আহমদ, মাহাদী হাসান মুন্না, মিরাজ আল সাদী, নুরুজ্জামান, স্বাধীন রাজু, খাইরুল ইসলাম, হাবিবুল্লাহ মেসবাহ, সাব্বির আহমাদ, উসামা আবরার, ইদ্রিস, ফয়সাল করীম, সজল হাওলাদার সহ প্রমূখ নেতৃবৃন্দ।
No comments
please do not enter any spam link in the comment box.