অভয়নগরে মাদ্রাসার খেলার মাঠ দখল, উত্তেজনার সৃষ্টি
প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // অভয়নগর উপজেলার ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের নাউলি - গোপিনাথপুর মিলনী মাদ্রাসার মাঠে কাটা তারের বেড়া দিয়ে দখল করে গাছ লাগানোর অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ২৫ বছর ধরে মাদ্রাসার দখলে খেলার মাঠ হঠাৎ করে রোস্তম শেখ এর ছেলে নজরুল শেখ দখল নেওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলেছে এলাকাবাসীদেরকে।
করোনা মহামারির পূর্বে শিক্ষার্থীরা ও সাধারণ ছেলে মেয়েরা যেখানে খেলাধুলা করতো আজ সেখানে কাটা তারের বেড়া।
জানা গেছে, রোস্তম শেখের ছেলে নজরুল শেখ ১৯৯৮ সালে ৪৬৭৪ নং কবলা দলিল মুলে বর্তমান ৮৭ নং সিদ্দিপাশা মৌজার ৩৯৯ দাগের জমি ক্রয় করে।যা এতদিন মাদ্রাসা কতৃপক্ষের দখলকৃত ছিল।
মুল মাদ্রাসার দখলকৃত জমি মাদ্রাসার না কেন এ প্রশ্ন তুলেছে এলাকাবাসী। নাউলি মিলনী দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুর রশীদ বলেন, মাদ্রাসার জমি বিলের ভেতর। এখন জিনি যায়গা দখল করেছেন এ যায়গা তার।
মাদ্রাসার জমিদাতা মৃত মৌলভি জয়নাল আবেদীনের বড় ছেলে ফজলুলবারি খোকা (৬৫) জানান জমিদাতা মাদ্রাসার নামে যে জমি দান করেন তা বিভিন্ন দাগে হওয়ায় জমির কিছু অংশ অন্য জায়গায়।
স্থানীয় মেম্বর হাফিজুর রহমান জানান,মাদ্রাসায় সাম্প্রতি কর্মী নিয়োগকে কেন্দ্র করে এ জমি দখলের ঘটনা ঘটে।
তবে মুল মালিকই এ জমি দখল করেছেন।
অভয়নগর উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, মাদ্রাসার জমি দখলের বিষয়ে আমি অবগত নই। কেউ এ বিষয়ে এখনো অভিযোগ জানায়নি। কেউ অভিযোগ করলে সেটা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে
No comments
please do not enter any spam link in the comment box.