সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৫ মৃত্যু- খুলনার খবর
খুলনার খবর// সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৭ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় আজ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৫৭২ জনের মৃত্যু হয়েছে। আর অদৃশ্য করোনাভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮৫ জন। জেলায় বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২২৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৬৮৯ জনের। আজ পর্যন্ত করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৬ হাজার। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮শ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
No comments
please do not enter any spam link in the comment box.