Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ৭,৮,১০ গনটিকার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    মোঃ ইমরান, বটিয়াঘাটা,খুলনা// উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বটিয়াঘাটা ডাঃ মোঃ মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বটিয়াঘাটা খুলনা কনফারেন্স রুমে দেশব্যাপি করোনা ভাইরাস প্রতিরোধে গণ টিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে এডভোকেসি সভার আয়োজন করা হয়।

    উক্ত সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই সিদ্দিকী সহকারী কমিশনার (ভুমি), মোহাম্মাদ শাহ জালাল অফিসার ইনচার্জ বটিয়াঘাটা থানা খুুলনা, সমির সরকার অফিসার ইনচার্জ লোবনচোরা থানা কেএমপি খুলনা, মনিরুজ্জামান তদন্ত হরিণটানা থানা কেএমপি খুলনা, নারায়ণ চন্দ্র মন্ডল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশিকুজ্জামান, ০২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু মনোরঞ্জন মন্ডল, ০৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাদি উজ্জামান,০৪ নং ইউনিয়নের পেনেল চেয়ারম্যান শাহারা বেগম, ০৫ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্ল্যা,০৬নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হাসান, ০৭ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম মিলন,বটিয়াঘাটা প্রেস কিলাবে সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, উপজেলা প্রেস কিলাবে সভাপতি প্রতাপ ঘোস, মোঃ মোস্তফা আকুন্জী স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স খুলনা,নৃপেন্দ্র নাথ বিঃ সহকারী পরিদর্শক ,সহকারী স্বাস্থ্য পরিদর্শক সেলিনা খাতুন,পান্না গাঙ্গুলি, এস ডি নাসির উদ্দীন, নাজমা আক্তার,উল্লাসিনি বিঃ,ঊসা রানী মিস্ত্রি, জ্যোতিময়ী MT(EPI) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বটিয়াঘাটা খুলনা, সহ সাংবাদিক বৃন্দ।

    উক্ত সভায় সিদ্ধান্ত হয় সকাল ০৯.০০ থেকে ০৩.০০ ঘটিকা পর্যন্ত প্রতিটি ইউনিয়নের সাবেক ১,২,৩ ওয়াডে ১৮০০ ডোজ টিকা কার্যক্রম বিরতি হীন ভাবে তিন দিন চলবে।প্রথম দুই ঘন্টা বৃদ্ধ ও মহিলাদের টিকা দেওয়া হবে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পুলিশ প্রশাসন ও চৌকিদারের হাজির থেকে সহযোগিতা করার আহবান জানান এবং থানার অফিসার ইনচার্জ গণ পুলিশ ডিউটি দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অথিতি আব্দুল হাই সিদ্দিকী সমাপনী বক্তব্য দিয়ে  অনুষ্ঠান সমাপ্ত  হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad