পাইকগাছায় শেখ কামালের জন্মবার্ষিকীতে পৌরসভা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি ও গাছের চারা বিতরণ
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি// পাইকগাছা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৫ আগস্ট সকালে পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি উদ্যোগে তার জন্মবার্ষিকী পালিত হয়।
উপজেলা প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু ,প্রভাষক ময়নুল ইসলাম,শাহিন শাহ বাদশা,রাশেদুজ্জামান রাসেল,হুসাইন আহমেদ রানা,মাজহারুল ইসলাম মিথুন অহিদুজ্জামান,রসুল গাজী,আব্দুর রহিম,বাবলু গাজী,খালিদ শাহরিয়ার,রাকিব হোসেন,আবির হোসেন,আহাদ গাজী,অপি মন্ডল প্রমুখ।
১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল।
No comments
please do not enter any spam link in the comment box.