Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছায় অসহায় অসুস্থ বৃদ্ধ পিতামাতার দায়িত্ব না নেয়ায় ৩ ছেলে আটক, দায়িত্ব নিলেন ইউএনও

    মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি // খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের ৯৫ বছরের বৃদ্ধ মেছের আলী গাজী। তার স্ত্রী সোনাভান বিবির বয়স ৭৫। অসুস্থ এ বৃদ্ধ দম্পতির তিন পুত্র সন্তান। যে বয়সে তাদের সন্তানদের সাথে নিশ্চিন্তে থাকার কথা, সে বয়সে তারা পথে পথে ঘুরে বেড়ান। দোকানে-বাজারে কেউ দয়া করে কিছু খেতে দিলে খান, নাহলে অনাহারে কাটে সারা দিন। ছেলেরা কেউ তাদের দায়িত্ব না নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এর আগে একবার সামাজিক চাপে পড়ে তিন ছেলে দায়িত্ব নিয়েছিল তাদের, কিন্তু ক দিন যেতেই সাফ জানিয়ে দেয়, পিতামাতাকে খাওয়ানো বা বাড়িতে রাখার সামর্থ্য তাদের নেই।


    এ অভিযোগ জানার পর পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ও পাইকগাছা থানার ওসি এজাজ শফী সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে যান। সেখানে গিয়ে এ বিষয়ে তদন্ত শুরু করলে জানতে পারেন তিন ছেলে মো.মোতালেব গাজী (৬০), মশিয়ার রহমান গাজী (৪৫) ও মোশারফ গাজী (৪০) নিজেরাই মারামারি ও কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে পড়েন। কেউই তাদের পিতা মাতার দায়িত্ব নিতে চান না। পিতা মাতা তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে।



    এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের গ্রেফতারের নির্দেশ দেন। অসুস্থ বৃদ্ধ এ দম্পতির ভরণপোষণের দায়িত্বভার গ্রহণ করেন ,উপজেলা নির্বাহী অফিসার  এবিএম খালেদ হোসেন সিদ্দিকী ।


     পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফী। তিনি জানান,পিতা মাতার ভরণ পোষণ আইন ২০১৩ এ তাদের বিরুদ্ধে মামলা হবে।বিষয়টি খুবই দুঃখজনক। পিতা মাতার অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা হবে। আটকের পর মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ দম্পতিকে স্থায়ীভাবে নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থাও নেওয়া হবে বলে তিনি জানান। 

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad