যশোর ডিবি পুলিশে হাতে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার-খুলনার খবর
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোর কোতয়ালী থানাধীন রাজাপুর সাকিনের মোঃ রবিউল ইসলামের ছেলে মধু হোসেন (২৪) কে সেনাবাহিনীর মালী পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ইং ০৯, ০৬,২০২০ তারিখে ৬ লক্ষ টাকা নিয়ে সেনাবাহিনীর মালী পদে ভুয়া নিয়োগপত্রসহ ভুয়া আইডিকার্ড প্রদান করে।
মধুকে নিয়ে ঢাকা ক্যান্টোনমেন্টে যায় এবং যশোর সেনানিবাসে বদলী হওয়ার কথা বলে বাড়িতে পাঠিয়ে দেয় প্রতারক চক্র। এই সংক্রান্তে রবিউল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলায় দায়ের করেন যা কোতোয়ালি থানার মামলা নং-৩৪, তাং- ০৮,০৮,২০২১ মামলাটি গুরুত্বপূর্ন ও স্পর্শকাতর হওয়ায় জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা তদন্তভার গ্রহণ করে। গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম এর নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোলাইমান আক্কাস মামলার তদন্তভার গ্রহন করে।
পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন/ক্রাইম) যশোর “ক” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব বেলাল হোসাইনের তত্ত্বাবধানে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে এসআই সোলাইমান আক্কাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ০৮,০৮,২০২১ তারিখ রাত ৩.৩০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন গহেরপুর সাকিনে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সদস্য কামাল হোসেন (৫০) কে আটক করতে সক্ষম হন।এসময় তার কাছ থেকে সেনাবাহিনীতে চাকরীর নিয়োগপত্রের জাল সনদ, আইডি কার্ড, স্ট্যাম্প জব্দ করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.