আইপিএলের এবারের আসরে এখনো শির্ষে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||রাজস্থানকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় আবারও শীর্ষে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল।
এ নিয়ে তৃতীয় পরাজয় রাজস্থান রয়্যালসের। ৫ ম্যাচের মধ্যে তারা জিতেছে কেবল ২টিতে। পয়েন্ট ৪। অবস্থান সাত নম্বরে। ৫ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের।
জয়ের জন্য লক্ষ্য ১৯৪ রান। আবুধাবির শেখ জায়েদইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স বোলারদের সামনে রাজস্থান রয়্যালসের শুধুমাত্র ইংলিশ তারকা জস বাটলারই প্রতিরোধ গড়ে দাঁড়াতে পেরেছেন। আর কেউ দাঁড়াতেই পারেননি।
১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জসশ্বি জসওয়ালের উইকেট হারিয়ে বসে রাজস্থান। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে। স্টিভেন স্মিথ ৭ বলে করেন ৬ রান। সাঞ্জু স্যামসন ৩ বল খেলে আউট হন শূন্য রানে। মহিপাল লমরর ১৩ বলে করেন ১১ রান। এরপরই আউট হন জস বাটলার। ৪৪ বলে তিনি খেলেন ৭০ রানের ইনিংস। ৪টি বাউন্ডারি এবং ৫টি ছক্কার মার মারেন তিনি।
এরপরের ব্যাটসম্যানরাও দাঁড়াতে পারেননি। টম কুরান ১৬ বলে করেন ১৫ রান। জোফরা আরচার ১১ বলে ২৪ রান করে শেষ মুহূর্তে ম্যাচটা জমিয়ে তোলেন। স্রেয়াশ গোপাল ১, রাহুল তেওয়াতিয়া ৫ এবং অঙ্কিত রাজপুত করেন ২ রান।
No comments
please do not enter any spam link in the comment box.