সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন, শাহিনুর রহমান (৪২), তার স্ত্রী সাবিনা খাতুন (২৮), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)।
নিহত শাহিনুর রহমানের ছোট ভাই জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তারা ছয়জন থাকতেন। গতকাল তাদের মা আত্মীয়ের বাড়িতে ছিলেন।আর তিনি পাশের ঘরে ছিলেন। ভোরে পাশের ঘর থেকে আওয়াজ শুনতে পেয়ে তিনি ঘরের সামনে যান। পরে ঘরে ঢুকে চারজনের মরদেহ দেখতে পান।
কলারোয়া থানার উপ-পরিদর্শক মফিজুল জানান, নিহতদের মধ্যে শাহিনুরের পা বাঁধা ছিল এবং তাদের চিলে কোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, ছাদের চিলে কোঠার দরজা দিয়ে দুর্বৃত্তরা ঘরের প্রবেশ করেছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
No comments
please do not enter any spam link in the comment box.