সড়কের পাশ থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||সাতক্ষীরার কালিগঞ্জে সড়কের পাশ থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় জনতা।
গতকাল রবিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী মহাশ্মশানের কাছে পড়ে থাকা একটি প্যাকেট থেকে ওই নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে নবজাতককে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকারী স্থানীয়রা জানান, বিকালে তারা গোলখালি মহাশ্মশান এলাকা দিয়ে মৎস্য ঘেরে যাচ্ছিলেন। এসময় মহাশ্মশান এলাকায় আবর্জনাযুক্ত স্থানে পড়ে থাকা একটি বাজার করার ব্যাগের ভিতর থেকে তারা কান্নায় শব্দ শুনতে পান। একপর্যায় ব্যাগটি নড়াচড়া করতে দেখেন। এসময় তারা এগিয়ে গিয়ে ওই ব্যাগ খুলে দেখতে পান যে, ব্যাগের ভিতর থাকা একটি নবজাতককে( ছেলে) পিঁপড়ায় কামড়াচ্ছে। যেকারনে সে কান্নাকাটি করছে। তারা তাৎক্ষণিক ওই নবজাতককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার ৩ থেকে ৪ ঘন্টা আগে ওই নবজাতকের জন্ম হয়েছে বলে তিনি জানান।
No comments
please do not enter any spam link in the comment box.