অভয়নগরে নদী ভাঙ্গনে বিলুপ্তির পথে মসজিদ সহ শতশত বিঘা জমি- খুলনার খবর
প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // প্রবাদে আছে নদীর এ কুল ভাঙ্গে ও কুল গড়ে। কথাটি পুরোপুরি সত্য হলো অভয়নগরের ভৈরব নদের উত্তর কুলের বিস্তৃত অংশে।
অভয়নগরের ভাটপাড়া থেকে শুরু করে ভুগিলহাট শুভড়ারা খেয়াঘাট পর্যন্ত ভাঙ্গন এত তীব্র যে শতশত বিঘা জমি নদীগর্ভে চলে গেছে।
ভুগিলহাট গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদটি এখন নদীভাঙ্গনের মুখে। মাত্র ৬ থেকে ৭ ফুট গেলেই নদী গর্ভে বিলীন হয়ে যাবে মসজিদটি।
এ নিয়ে ঐ এলাকার লোকজন বহুবার বাশ-চটা দিয়ে ভাঙ্গন টেকানোর চেষ্টা করেছে কিন্তু তা টেকেনি।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোল্যা মনিরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, বহুবার আমরা প্রাথমিকভাবে ভাঙ্গন ঠেকাতে চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয়নি।এ নিয়ে যদি সরকারি সহজগিতা পাওয়া যেত তাহলে হয়তো সম্ভব হতো।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জনাব বাবুল আক্তার বললেন, এটি বড় বাজেটের ব্যাপার।একমাত্র পানি উন্নয়ন বোর্ডেই পারে এ সমস্যার সমাধান করতে।
সংশ্লিষ্ট সদরদপ্তর সহ জনপ্রতিনিধিদের কাছে নদী রক্ষা বাধ সহ মসজিদ রক্ষার জ্বোরদ্দার দাবি জানিয়েছে এলাকাবাসী।
No comments
please do not enter any spam link in the comment box.