সচেতনতা মুলক শিক্ষা
খুলনার খবর প্রতিনিধী ইসমাইল মুন্নাঃ
খুলনা সিটিকর্পোরেশন এলাকায় ইজিবাইক চলাচলের কিছু নিয়ম তৈরী করা হলেও সেটার তৈয়াক্বা কেউ করে না।এদের মধ্যে অধিকাংশ ইজিবাইক চালকই অশিক্ষিত যে কারনে, না কোন নিয়ম জানে বা নিয়ম মানে।প্রতিদিনই এইসব চালক কোন না কোন দূর্ঘটনার জন্ম দেয়।খুলনা নগরীর শিববাড়ি মোড় এলাকায় যত্রতত্র পার্কিং করে অযথা যানযটের সৃস্টি করে।যে কারনেই এইধরনের ব্যাবস্থা গ্রহন করেছে খুলনা পুলিশ।তাদের এই ধরনের কাজে সাধারন জনগনের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।পুলিশের এই ধরনের কাজে সাধারন মানুষ সাধুবাদ জানিয়েছে।পাশাপাশি কিছু নিদ্দৃস্ট জায়গা পার্কিং এর জন্য নির্ধারন করে দেওয়া হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.