Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় গনপিটুনিতে নিহত


    খুলনা রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে গনপিটুনিতে একজন নিহত।
    খুলনার খবরঃখুলনার রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে মাছের ঘেরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয় আজগর শেখ (৩৫) নামে এক যুবক।নিহত যুুুবকের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া ভট্টখামার গ্রামে।
    স্থানীয়রা জানান, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে ঘের বানিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। কিছুদিন ধরে একটি চক্র ঘেরে কীটনাশক ছিটিয়ে মাছ চুরি করছে। গত রবিবার ভোরে আনুমানিক ৪টার সময় কীটনাশক ছিটিয়ে মাছ ধরার সময় এলাকাবাসী এই চক্রকে ধাওয়া দেয়।এক পর্যায়ে আজগরকে আটক করে গণপিটুনি দেয়।এবং বাকি দুজন পালিয়ে যায়। আহত অবস্থায় আজগরকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে তার মৃত্যু হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad