সাতক্ষীরায় আওয়ামীলীগ সহ-সভাপতিকে গুলি করে হত্যা
(ছবিঃসংগৃহিত) |
সাতক্ষীরায় গুলিবিদ্ধ আওয়ামীলীগের নেতার লাশ উদ্ধার।
খুলনার খবরঃসাতক্ষীরার সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের আওয়ামীলীগের সহসভাপতি নজরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল(সোমবার) বেলা ১১টার দিকে তার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে কদমতলা নামক এলাকায় নজরুলের মরদেহ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সোমবার সকালে কদমতলা থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্টোন ব্রিকসের কাছে আসা মাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এর আগে নিহত নজরুলের পরিবারে কমপক্ষে ৯ বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২০১৬ সালের ৮ এপ্রিল রাতে এক বোমা হামলার ঘটনায় নজরুল আহত হন। এর পর তিনি নিরাপত্তা নিতে দীর্ঘদিন সাতক্ষীরা থানায় অবস্থান করছিলেন।এর আগে ২০১৩ সালের ৫ ডিসেম্বর রাতে নজরুলের ভাই সিরাজুল ইসলামকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।২০১৭ সালের ১০ এপ্রিল নজরুলের ভাতিজা যুবলীগ নেতা রাসেল কবিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ হত্যাকাণ্ডে মামলার প্রস্তুতি চলছে।
No comments
please do not enter any spam link in the comment box.