Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    গুজব বিরোধী প্রচারনা সপ্তাহ ২০১৯

    খুলনা জেলা পুলিশের উদ্যোগে চলছে সপ্তাহ ব্যাপী গুজব সচেতনতা প্রচার।
    খুলনার খবরঃবাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশনা মোতাবেক গতকাল (শনিবার) সকালে খুলনা জেলা পুলিশ ডুমুরিয়া এলাকায় একটি বর্ণাঢ্য গুজব সচেতনতা বিরোধী র‍্যালী বের করে।এই প্রচারনা চলবে সপ্তাহ ব্যাপী ২৫শেজুলাই থেকে ৩১শে জুুুলাই পর্যন্ত।


    উক্ত র‍্যলীটির নেতৃত্ব দেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ (বিপিএম)। উক্ত র‌্যালীতে বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, সমাজের গন্য মান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সকল স্তরের জনতা অংশ গ্রহন করে। র‌্যালী শেষে পুলিশ সুপার বিভিন্ন বাসস্টান্ডে ও জনবহুল প্লেসে সচেতনতার উদ্দেশ্যে গুজব বিরোধী লিফলেট বিতরণ করেন এবং গুজব প্রতিহত করার জন্য সকলের সম্মিলিতভাবে কাজ করার জন্য আহবান জানান।এসময় খুলনা জেলা পুলিশ সুপার ডুমুরিয়া বাসস্ট্যান্ডে হ্যান্ড মাইক নিয়ে গুজব বিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।এসময় পুলিশ সুপার বলেন গুজবে কান দিয়ে নিরীহ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা গুরুতর ফৌজদারি অপরাধ তিনি বলেন ছেলে ধরা বলে কাউকে সন্দেহ হলে আপনারা পুলিশকে খবর দিন কিন্তু আইন নিজের হাতে তুলে নিবেন না।পুরো সপ্তাহজুড়ে এই  সচেতনতা প্রচারনা চলব।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad