খুলনায় গলা কেটে শিশু হত্যা ||খুলনার খবর
খুলনার খবর|| খুলনার রায়েরমহল এলাকায় নিজ সন্তানকে গলা কেটে হত্যা করেছে মা।
খুলনায় ৯ মাস বয়সী ছেলে মেহেবকে গলা কেটে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন মা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর রায়ের মহলের দক্ষিণপাড়া বাঙ্গাল বাড়ি রোডে এ ঘটনা ঘটে।খবর (ক্লোজউই ডটকম)
মা শ্রাবণী আক্তারকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর বাবার নাম জামাল হোসেন চকলেট কোম্পানিতে চাকরি করে।জামাল হোসেন বলেন তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন।এর আগেও সে দুই,তিন বার শিশু মেহেবকে হত্যার চেস্টা করেছে,কিন্তু প্রতিবেশির কারনে সেটা করতে পারেনি।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, শিশু ছেলেকে হত্যা করার অভিযোগের শ্রাবণী আক্তারকে আটক করা হয়েছে। স্থানীয়রা বলছেন, শ্রাবণী মানসিকভাবে অসুস্থ।
নিহত শিশুর চাচা সুমন বলেন, আমার ভাবির মাথায় সমস্যা আছে। এ কারণে অনেকবার তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসকরা কোনো সমস্যা পাননি।
No comments
please do not enter any spam link in the comment box.