গাংগুয়া গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে
ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা গাংগুয়া অসুস্থ হয়ে আইসিইউতে।
খুলনার খবরঃঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা পারভেজ গাংগুয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি আইসিইউ’তে আছেন।(খবর সাতক্ষিরা নিউজ)
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্ট্রোক করলে তার শরীরের ডান পাশ অবশ হয়ে যায়। প্রথমে তাকে রাজধানীর বারডেমে ভর্তি করা হয়। পরে হৃদরোগে আক্রান্ত হলে গাংগুয়াকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
এদিকে পারভেজ গাংগুয়ার মেয়ে ফেসবুকে তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি লিখেছেন, ‘আমি পারভেজ গাঙ্গুয়ার মেয়ে সবার কাছে আব্বুর জন্য দোয়া চাইছি। আমার আব্বু হসপিটালে এডমিট, এখন ব্রেইন ইটার্নাল ব্লিডিং হয়েছে। প্লিজ ‘প্রে ফর হিম।’
উল্লেখ্য, গাংগুয়া প্রথমে মঞ্চে অভিনয় শুরু করেন। পরে অভিনেতা জসিমের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন। তার কাছেই ফাইট শেখেন। তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘রাজা বাবু’। এছাড়াও অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন। রাজা বাবু’ সিনেমাটি সর্বশেষ মুক্তি পায়। ‘তোকে ভালো বাসতেই হবে’, ‘আত্মগোপন, ‘পাপের প্রায়শ্চিত্ত’সহ অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তিনি।
No comments
please do not enter any spam link in the comment box.