খুলনা মহানগরীর সকল ইজিবাইককে সবুজ রং এবং ডান পাশের প্রবেশ পথ বন্ধ করতে হবে।
ইজিবাইকের নতুন আইন,সকল ইজিবাইকে সবুজ রংও ডান পাশ বন্ধ করতে হবে।
খুলনার খবরঃ খুলনা সিটি কর্পোরেশনে চলাচলকারী সকল ইজিবাইকে সবুজ রং করার নির্দেশ দিয়েছে খুলনা সিটি করপোরেশন। এছাড়াও ইজিবাইকের ছাদে লাল রঙ এবং ডানপাশ দিয়ে ঢোকার পথ বন্ধেরও নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল (রোববার) এই নির্দেশ জারি করে কেসিসির (যানবাহন)লাইসেন্স শাখা।
নির্দেশনাটি বিজ্ঞপ্তি আকারে বিভিন্ন দৈনিক পত্রিকায় এবং খুলনার সকল ওয়ার্ড অফিসে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
নগরীতে যানজট নিরসন এবং ইজিবাইকের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য ইজিবাইকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয় কেসিসি। গত ৬ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন ফরম জমা নেওয়া হয়। বিক্রি হওয়া ৮ হাজার ২২২টি ফরমের মধ্যে জমা পড়ে ৭ হাজার ৮৮৮টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭ হাজার ৭৯২টি আবেদন ফরম সঠিক আছে বলে শনাক্ত করা হয়।
চালকদের লাইসেন্স দেওয়ার আগে সকল ইজিবাইকে এক রকম করার নির্দেশ দিয়েছেন মেয়র তালুকদার আবদুল খালেক।কারন বাইরের ইজিবাইক যেনো শহরে ঢুকে যানযটের সৃস্টি না করতে পারে।এবং বাইরের ইজিবাইক সহজেই যেনো চেনা যায়। মূলত সিটি মেয়রের নির্দেশে সকল ইজিবাইক চালক ও মালিকদের ইজিবাইকগুলো সবুজ রং এবং ওপরের কাপড় লাল রং করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়াও দুর্ঘটনা এড়াতে ইজিবাইকের ডানপাশের ঢোকার পথ স্থায়ীভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইজিবাইকগুলো রঙ করার কাজ শেষ হলে আগস্ট মাস থেকে ওয়ার্ডভিত্তিক তালিকা ধরে লাইসেন্স দেওয়া হবে।
No comments
please do not enter any spam link in the comment box.