Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা ডুমুরিয়ায় বিনামূল্য রক্তের গ্রুপ নির্নয় অনুষ্ঠিত ||খুলনার খবর২৪

    খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী|| খুলনার ডুমুরিয়া উপজেলার ২ নং রঘুনাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আন্দুলিয়া গ্রামে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ক্যাম্পেইন অনুস্ঠিত। এতে উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সের  মেডিকেল অফিসার ডাঃ বি এম দীন মোহাম্মদ খোকা এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

    আজ (২০ ডিসেম্বর) রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুস্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - গাজী এজাজ আহমেদ,  চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ডুমুরিয়া, খুলনা।

    বিশেষ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম মেজবাহুল আলম টুটুল, ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক, ২নং রঘুনাথপুর ইউনিয়ন,

    এ ক্যাম্পেইনের আয়োজন করে রক্তের বন্ধন পরিবার(উত্তর ডুমুরিয়া) সার্বিক সহযোগীতায় শেখ জুয়েল হোসেন ও ইন্জিঃ মো রহমাতুল্লাহ আকুন্জী।

    এসময় স্বতঃফুর্ত ভাবে সবাই তাদের রক্তের গ্রুপ নির্নয় করান।এবং ভবিষ্যতে কারো রক্তের প্রয়োজন হলে সাহায্যের অঙ্গিকার করেন।

    এই ধরনের উদ্যোগ নিয়েছেন মোঃ ইনামুল হক, ইউনিয়ন স্বনয়কারী ২ নং রঘুনাথপুর ইউনিয়ন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।তরুন সমাজ সেবক ও রাজনীতিবিদ।তিনি জানান,আগামীতেও এই ধরনের ক্যাম্পেইন আরো বড় পরিসরে আয়োজন করবেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad