পিরোজপুরের কাউখালীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| পিরোজপুরের কাউখালীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।মেলায় মোট ১৫টি স্টল স্থান পায়।
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার।
এর আগে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.