চুকনগর সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাড়ালেন সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার
খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী|| খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে (খুলনা-সাতক্ষীরা মহাসড়কে) এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইটি পুত্র সন্তান নিহত হয়।এঘটনায় আহত হয় মা।চুকনগরের রুস্তমপুর গ্রামের বাসিন্দা দিনমজুর আমজাদ হোসেনের পরিবারের দুই সন্তান ও স্ত্রী এই দুর্ঘটনায় পতিত হন।
আজ (২০ ডিসেম্বর) রবিবার সকালে দিনমজুর আমজাদ হোসেনের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার
সেক্রেটারি জেনারেল নিহত ও আহতের পরিবারের লোকদের প্রতি শোক ও সহানুভুতি জ্ঞাপন এবং সান্তনা প্রদান করেন। এ সময় তিনি মহাসড়কে দুর্ঘটনায় নিহত দুই পুত্র সন্তানের কবর যিয়ারত করেন এবং আহতের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন।সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নিহতের বাবা দিনমজুর আমজাদ হোসেনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের সাংসারিক ব্যয় নির্বাহের অবলম্বন হিসাবে একটি দুগ্ধবতী গাভী বাছুরসহ প্রদান করেন। তিনি তাদের পরিবার-পরিজনদের ধৈর্যধারণ এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে পরিবারের সদস্য এবং স্থানীয় লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।
No comments
please do not enter any spam link in the comment box.