অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে আইসিইউ-তে স্থানান্তর||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে লাইফ সাপোর্টে ছিলেন দেশের অন্যতম সফল অভিনেতা আজিজুল হাকিম।
গতকাল রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আজিজুল হাকিমকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ-তে স্থানান্তর করা হয়। কারণ, লাইফ সাপোর্ট ছাড়াই আজিজুল হাকিম এখন শ্বাস নিতে পারছেন। অভিনেতার সহধর্মিনী নাট্যকার-নির্মাতা জিনাত হাকিম এমনটাই জানান। তিনি নিজেও সন্তানসহ করোনা পজিটিভ হয়েছেন। তবে তারা দুজনেই বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন এবং শংকামুক্ত রয়েছেন।
জিনাত হাকিম বলেন, ‘রবিবার সন্ধ্যা থেকে মহান আল্লাহর অশেষ কৃপায় ও সবার ভালোবাসায় লাইফ সাপোর্ট থেকে আজিজুল হাকিম এখন নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। ড. মহিউদ্দীনের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার মাধ্যমে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ১০ নভেম্বর নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও পজিটিভ ফল আসে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ১২ নভেম্বর আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। নেওয়া হয় লাইফ সাপোর্টে।সেখান থেকে অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.