নওয়াপাড়ায় দুটি মটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| নওয়াপাড়ায় র্পূবশত্রুতার জেরে রাতের আধারে দুর্বৃত্তরা দুটি মটরসাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে পারভেজ মোল্যার বাড়িতে।
জানা গেছে, রবিবার দিবাগত রাতে বাড়ির ভেতরের বারান্দায় থাকা পারভেজ মোল্যা ও তার ভাইয়ের একটি টিভিএস এপাসি (সাতক্ষীরা-ল-১১-৩১২৩) এবং বাজাজ ডিসকভারী (যশোর-ল-১১-৬২৯৯) দুটি মটর সাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়।পরবর্তিতে আগুনের তীব্রতা বেড়ে গেলে পারভেজ মোল্যা ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবেশীদের সহযোগীতায় মটরসাইকেলে লাগানো আগুন নিয়ন্ত্রনে আনে।
মটরসাইকেল দুটির প্রায় বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে কেউ পরিকল্পিতভাবে অগুন লাগিয়েছে।তবে এ ব্যাপারে কোন মামলা হয়েছে কিনা যানা যায়নি।
No comments
please do not enter any spam link in the comment box.