বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ প্রতিরোধের বিরুদ্ধে খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের মানববন্ধন||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার নামে স্বাধীনতা বিরোধী, ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল রবিবার (২৯ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে খুলনা জেলা সেচ্ছাসেবক লীগ মানববন্ধন কর্মসূচী পালন করে।
জেলা সেচ্ছাসেবক লীগের সংগ্রামী আহবায়ক মালিক ছরোয়ারের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক মোঃ মোতালেব হোসেন ও হাজী সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট্য আইনজীবি এ্যাড. সুজিত কুমার অধিকারী।
এসময় আরো উপস্থিত ছিলেন, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ ফেরদাউসুর রহমান, এমএম আজিজুর রহমান রাসেল, মঈনউদ্দিন মাসুদ রানা, কুমারেশ মন্ডল, জাহাঙ্গীর হোসেন, শেখ রেজাউল করিম রেজা প্রমুখ। এসময়ে স্বাধীনতার মহান স্থাপতির ভাষ্কর্য নিমার্ণের বিরোধীতাকারীদের তীব্র নিন্দা জানান বক্তারা।
No comments
please do not enter any spam link in the comment box.