Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় আজ থেকে মাস্ক অভিযান শুরু|| জরিমানাসহ জেলে যেতে হতে পারে||খুলনার খবর২৪

    খুলনার খবর২৪||খুলনায় মাস্ক পরিধান বাধ্যতামুলক করার জন্য অভিযান শুরু।মাস্ক না পরলে জেলে পাঠানো ও জরিমানা করবে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে অভিযান।গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

    জেলা প্রশাসক জানান, শীতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।কেউ মাস্ক ছাড়া বের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়গুলো সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনারও সিদ্ধান্ত হয়।


    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad