Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় শ্রমিকদের ভূখা মিছিল,আগামী বৃহস্পতিবার দুই ঘন্টা রাজপথ-রেলপথ অবরোধ ||খুলনার খবর২৪



    খুলনার খবর২৪|| 
    খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলী শ্রমিকদের বকেয়া পাওনা আইনী জটিলতায় আটকে আছে। খুলনাসহ দেশের ২৪টি রাষ্ট্রায়ত্ব জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ চলমান থাকলেও একমাত্র খুলনার আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলের শ্রমিকদের কোন পাওনা পরিশোধ করা হয়নি। বকেয়া পাওনা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন কর্মসুচি পালন করে যাচ্ছে মিলটির শ্রমিক-কর্মচারীরা।


    খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের ডাকা চতুর্থ দফার চলমান আন্দোলন কর্মসুচির অংশ হিসেবে আজ সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় আটরা শিল্পাঞ্চলের রাজপথে ভূখা মিছিল বের করে। মিলের শ্রমিক ও তার পরিবারের সদস্যরা থালাবাটি হাতে নিয়ে ভূখা মিছিলে অংশগ্রহন করে।


    আলীম জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা এসএম জাহাঙ্গীর কবির জানিয়েছেন, আইনী জটিলতায় মিলটির শ্রমিকদের সকল পাওনা আটকে আছে। মেসার্স শিল্পা প্রতিষ্ঠান মিলের ১৬ শতাংশ শেয়ার দাবি করে আইনের মারপ্যাচে শ্রমিকদের পাওনা পরিশোধে হয়রানি করছে। তারা শেয়ারের অংশ হিসেবে মালিকানাদাবি করে আদালতে একাধিক কনডেম মামলা করে। আদালত তাদের তিনটি মামলা খারিজ করে দেওয়ায় এবং অর্থ মন্ত্রণালয় আর্থিক ছাড়ের ইতিবাচক অনুমতি দেওয়ায় শ্রমিকরা তাদের পাওনা পাওয়ার বিষয়ে আশার আলো দেখছিল। কিন্তু পাওনা পরিশোধে বাধা হয়ে দাড়িয়েছে আইন মন্ত্রণালয়ে ফাইলটি আটকে যাওয়ায়।


    খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহবায়ক সরদার আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়াকার্স পার্টি মহানগর সভাপতি কমরেড মফিদুল ইসলাম। বক্তৃতা করেন ইষ্টার্ণ জুট মিলের সভাপতি আলাউদ্দিন, থানা ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক আ. সাত্তার মোল্যা, ইউপি সদস্য বখতিয়ার পারভেজ, আলীম জুট মিলের সাবেক সভাপতি আ. সালাম জমাদ্দার, সাবেক সাধারণ সম্পাদক আ. রশিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন থানা কমিটির সদস্য জাকির সরদার, প্রমূখ।


    পূর্ব কর্মসুচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা আটরা শিল্পাঞ্চলের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসুচি পালনের সিদ্ধান্ত রয়েছে।


    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad