Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা মহানগরীর শেরে বাংলা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু, চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত||খুলনার খবর২৪

    খুলনার খবর২৪|| খুলনা মহানগরীর শেরে বাংলা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক বিভাগ। গতকাল রোববার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সড়ক বিভাগের সহকারী সিনিয়র সচিব এবং স্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

    এরআগে, গত ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সড়ক বিভাগ খুলনা নগরীর ময়লাপোতা মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল।


    সওজ কর্মকর্তা অনিন্দিতা রায় বলেন,গতকাল রোববার থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। মোট ২২৬টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে, যা পর্যায়ক্রমে ভাঙা হবে। এর আগে (১৭ জানুয়ারি) ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। ওইদিন সকালে শের এ বাংলা রোড চার লেনে উন্নতকরণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।


    নগরীর বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়) থেকে গল্লামারী হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করতে কাজ করছে খুলনা সড়ক বিভাগ।যার মোট প্রকল্প ব্যয় হবে ১০০ কোটি টাকা।

    1 comment:

    1. উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন, অভিনন্দন জানাই খুলনা শহর বাসীদের।শেখ হাসিনার চিন্তা চেতনায় বাংলাদেশের উন্নয়নের চেষ্টার কমতি ছিল না।কিছু অসৎ ও নোংরা মানসিকতার মানুষের কারনে গোটা দেশটির উন্নয়ন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে গোটা পৃথিবীতে। কি নোংরা মানসিকতার মানুষ তারা আল্লাহ পাক ভালো জানেন। অবশ্য ঐ সকল মানুষ গুলোর কোন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী না।তারা যখন যে সরকার মসনদে বসে তারা সেই সরকার এর কঠোর অনুসারী হয়ে যায়।
      সমস্যা হলো আমরা বাংলাদেশের মানুষেরা তাদের আসল রূপের বহিঃপ্রকাশ না হওয়া পর্যন্ত, তাদের স্বরুপ খুঁজে দেখি না।যখন তারা লুটপাট করে চলে যায়,তখন বাঙালির ঘুম ভাঙে।

      ReplyDelete

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad