Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    দেশের প্রধান কেন্দ্র ছাড়াও খুলনাসহ সকল বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত



    খুলনার খবর২৪|| দেশের প্রধান ও একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যেই ২০২১ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপিতে ভর্তি করা হবে। বিকেএসপির ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে।


    সাভারে প্রধান কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও দিনাজপুরে রয়েছে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র।এসব কেন্দ্রে প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালিত হবে।

    মোট ১৯টি খেলায় শিক্ষার্থী ভর্তি নেবে বিকেএসপি।যেমন
    ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিকস, আর্চারি, সাঁতার ও ডাইভিং, কারাতে, বক্সিং, জুডো, কাবাডি, উশু, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, টেনিস, হকি, স্কোয়াশ, ভলিবল, তায়কোয়ান্দো, শুটিং ও টেবিল টেনিস।

    ১|| প্রাথমিক বাছাইয়ের দিন প্রশিক্ষণার্থী অনলাইনে পূরণ করা রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি ও পরীক্ষা ফি বাবদ ২০০ টাকা জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

    ২|| প্রাথমিক নির্বাচনের দিন প্রাথমিক ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে।

    ৩|| প্রাথমিক নির্বাচনের দিনে স্ব-স্ব খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এ জন্য সবাইকে স্ব স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাক সঙ্গে আনতে হবে।

    ৪|| একজন প্রার্থী পৃথক পৃথক নিবন্ধন নম্বর দিয়ে একাধিক ক্রীড়া বিভাগে পরীক্ষা দিতে পারবে।

    ৫|| প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ৭ দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে, যা বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    ৬|| প্রশিক্ষণার্থীকে ক্যাম্পে যোগদানের দিনে স্ব-স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে।

    ৭|| প্রশিক্ষণ ক্যাম্পে যোগদানের দিন ২ (দুই) কপি রঙিন ছবি (পাসপোর্ট সাইজ), জন্মনিবন্ধন, পিইসি ও জেএসসি/জেডিসি সনদের সত্যায়িত কপি আনতে হবে।

    ভর্তি হওয়া প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম বিকেএসপির ঢাকা কেন্দ্রসহ অন্যান্য আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে পরিচালিত হবে।

    খুলনা বিভাগ: ১২ ও ১৩ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) এ বিভাগের প্রাথমিক নির্বাচনী হবে। এ বিভাগের দুই দিনের প্রাথমিক নির্বাচনী হবে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, আফিলগেট, খুলনায়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad