Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ||খুলনার খবর২৪

    খুলনার খবর২৪|| আজ রোববার (১০ জানুয়ারি) স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের এই দিনে তিনি পাকিস্তানের বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। 

    ১০ জানুয়ারি তিনি ঢাকায় পৌঁছানোর পর লাখ লাখ মানুষ বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাঁকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানায়। ওই দিন বিকেল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখের ও বেশি লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন।

    ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁকে বন্দী করে পাকিস্তানের কারাগারে রাখা হয়। 

    নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালিদের চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্বনেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়।

    দিবসটি উপলক্ষে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল আটটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

    দিবসটি উপলক্ষে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। পরপরই দিবসের তাৎপর্য তুলে ধরে ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad