Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সুন্দরবনে বাঘের আক্রমণে দুই সঙ্গী নিহতের খবর দিয়ে খবরদাতা নিজেও নিখোঁজ||খুলনার খবর২৪

    খুলনার খবর২৪|| সুন্দরবনে বাঘের আক্রমণে দুই জেলে নিহত হয়েছে বলে মোবাইল ফোনের মাধ্যমে খবর জানানো এক জেলে নিখোঁজ রয়েছেন।সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী এলাকার বিপরীতে ভারতের পাইজুরি নামক খালে এ ঘটনা ঘটে।

    গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি)  সন্ধ্যার পর থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এখনো তাদের সন্ধান মেলেনি। তবে তাদের সন্ধান পেতে মাঠে নেমেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।

    শ্যামনগন উপজেলার নীলডুমুর ১৭ বিজিবির সিও ইয়াছিন চৌধুরী জানান,গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মৎস্যজীবী আবু মুসা তার স্ত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় রতন ও মিজানুরকে বাঘে ধরে মেরে ফেলেছে। আমি বেঁচে আছি। তারপর থেকে আবু মুসার মোবাইলটিও বন্ধ রয়েছে। তারা তিনজন একসঙ্গে ছিলেন।ঘটনাটি ঘটেছে সুন্দরবন ভারতের অংশের মধ্যে পাইজুরি খাল এলাকায়। ওই একটি মাত্র ফোন কলই ঘটনার সূত্র। এছাড়া এখনো কোন সূত্র আমরা পাইনি। সীমান্তের বিপরীতে ভারতীয় বিএসএফের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি। তারা বলছেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে তারা আন্তরিক হয়ে অনুসন্ধান শুরু করছেন বলে জানিয়েছেন।


    কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, রাত থেকে এখনো নিখোঁজ তিন জেলের সন্ধান মেলেনি। রহস্যময় ঘটনার সৃষ্টি হয়েছে। ভিন্ন ভিন্ন তথ্য পাচ্ছি আমরা। মাছ বা কাকড়া ধরতে গেলে ভারতের মধ্যে যাবে কেন।

    নিখোঁজ জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিলউদ্দিনের ছেলে রতন (৪২), একই গ্রামের মনো মিস্ত্রীর ছেলে মিজানুর রহমান (৪০) এবং সাত্তারের ছেলে আবু মুসা (৪১)।


    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad