নগরিতে ছিনতাই এর চেস্টা
খুলনার খবরঃ
গতকাল (রবিবার) খুলনা নগরীর নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে দিনে দুপুরে আট লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।ছিনতাই করতে ব্যর্থ হলে কুপিয়ে রক্তাক্ত জখম করে বিগ বাজার বিপনি বিতানের ম্যানেজার বাকী বিল্লাহ (৪৫)কে। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে নগরীর নিউমার্কেটের বিপরীত পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গেটের সামনে এ ঘটনা ঘটে।
বিগ বাজারের প্রতিনিধি বলেন, ম্যানেজার নগদ আনুমানিক আট লাখ টাকা ব্যাগে নিয়ে পায়ে হেঁটে পাশেই ইস্টার্ন ব্যাংকে (ইবিএল) জমা দেওয়ার জন্য রওনা হন। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে তার পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তার পথরোধ করে। তিনজনের মধ্যে দু’জন মোটরসাইকেল থেকে নেমে হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাইয়ের চেস্টা করে,টাকা না নিতে পেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। তার চিৎকারে পাশে টহলরত পুলিশ ও পথচারিরা ছুটে আসে। এরই মধ্যে ছিনতাইকারীরা ওই মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় পথচারিরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
No comments
please do not enter any spam link in the comment box.