পাটকল শ্রমিকদের ধর্মঘট ও অবরোধের নতুন সময় নির্ধারন
খুলনার খবরঃ
দেশজুড়ে সকল পাটকল শ্রমিকদের ধর্মঘট ও অবরোধ চলছে।আগামিকাল( বুধবার) থেকে নতুন সময় নির্ধারন।অবরোধ ও ধর্মঘট হবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
বেশ কিছুদিন ধরে চলা পাটকল শ্রমিকদের চলমান আন্দোলনের নতুন সময় নির্ধারন করেছে পাটকল শ্রমিকরা।তাদের ৯দফা দাবি যেমন সপ্তাহের বেতন সপ্তাহে পরিশোধ,বকেয়া বেতন পরিশোধ,মুজুরি কমিশন কার্যকর ইত্যাদি দাবি আদায়ের লক্ষ্যে তারা সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছিলো।তাদের আন্দোলনের মধ্যে ছিলো সড়ক ও রেলপথ অবরোধ,তারা প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ পালন করতো।
তাদের এই আন্দোলনের নতুন সময় গত সোমবার নির্ধারন করেন।নতুন সময় বুধবার থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
দেশজুড়ে সকল পাটকল শ্রমিকদের ধর্মঘট ও অবরোধ চলছে।আগামিকাল( বুধবার) থেকে নতুন সময় নির্ধারন।অবরোধ ও ধর্মঘট হবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
বেশ কিছুদিন ধরে চলা পাটকল শ্রমিকদের চলমান আন্দোলনের নতুন সময় নির্ধারন করেছে পাটকল শ্রমিকরা।তাদের ৯দফা দাবি যেমন সপ্তাহের বেতন সপ্তাহে পরিশোধ,বকেয়া বেতন পরিশোধ,মুজুরি কমিশন কার্যকর ইত্যাদি দাবি আদায়ের লক্ষ্যে তারা সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছিলো।তাদের আন্দোলনের মধ্যে ছিলো সড়ক ও রেলপথ অবরোধ,তারা প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ পালন করতো।
তাদের এই আন্দোলনের নতুন সময় গত সোমবার নির্ধারন করেন।নতুন সময় বুধবার থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
উল্লেক্ষ্য ৫ই মে খুলনা- যশোর অন্চলের এবং ১৩ই মে সারাদেশের পাটকল শ্রমিকরা অনিদির্ষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষনা করেন।
No comments
please do not enter any spam link in the comment box.