Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আড়ংঘাটায় সড়ক দুর্ঘটনা

     
     প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
    খুলনার খবরঃ
    নগরীর আড়ংঘাটা বাইপাসের বড়ইতলা মোড়ে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়। নিহতরা হচ্ছে- মোটরসাইকেল চালক হৃদয় (২৪) ও সাকিন আলম (১০)। আহত হয় সাকিনের জমজ (বড়ভাই) ফাহিম আলম (১০)।গুরুতর আহতবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা যায়, ফাহিম ও সাকিন জুম্মার নামাজের শেষে চালক হৃদয়ের মোটরসাইকেলে দৌলতপুরের বাসার উদ্দেশে রওনা দিয়ে আড়ংঘাটার তেলিগাতী বাইপাসের বড়ইতলার মোড় ঘোরার সময় প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ ১৮-২৩৬২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক হৃদয় ঘটনাস্থলেই নিহত হয়। মোটরসাইকেলের দুই আরোহী জমজ দুই ভাই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশের রাখা বিদ্যুতের পোলের ওপর পড়ে।এতে জমজ দুইভাইয়ের মধ্যে (ছোটভাই) সাকিন আলম মারা যায়।

    ঘটনার বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে প্রাইভেটকারের চালকসহ গুরুতর আহত দুই ভাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসকরা সাকিন আলমকে মৃত ঘোষণা করেন।
    নিহতরা দৌলতপুর থানাধীন আমতলা মোড় আঞ্জুমান রোড এলাকার বাসিন্দা।বেলা ২টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad